নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি প্রতিপাদ্যে কে সামনে রেখে চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জয়িতা অন্বষণে বাংলাদেশ উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও জয়িতাদের মাঝে সন্মাননা প্রদান করা হয়। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্ব বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষীকা ফিরোজা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদা রহমান, সফল জননী নুরুননাহার, জয়িতা সিমা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে সফল জননী নারী হিসেবে নুরুন্নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিমা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ সিমা খাতুন ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় মোছাঃ লতা খাতুনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।