“ বাল্য বিবাহকে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ ডিসেম্বর) ম্যাজিক বাস চাইল্ডহুড টু লাইভলীহুড প্রোগ্রাম-২ এর আওতায়, ম্যাজিক বাস গ্লোবালের অর্থায়নে, ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ইকো- সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বেশ কয়েকটি ম্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজনের প্রশংসা করে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার সারমিন সুলতানা পায়েল, ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার সুমি আকতার, শারমিন শিলা, মৌরসি আকতার, আনোয়ার আযম প্রমুখ।