শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

ই-পেপার

তাড়াশ উপজেলায় সগুনা ইউনিয়নে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের রনি

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১:২০ অপরাহ্ণ

৫ম ধাপ ইউনিয়ন পরিষদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকার তৃতীয় লিঙ্গের রনি এবার সংরক্ষিত (নারী) ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী। সে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থী।

ইউপি নির্বাচনের সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন ।
তৃতীয় লিঙ্গের রনি মুঠোফোনে জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার নিকটে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থীতা করছি আমি।

অপরদিকে একই উপজেলার তালম ইউনিয়নে তৃতীয় লিঙ্গের কাজলী নামের আরেক জনও প্রার্থীতা করছেন। সেও গতবার প্রার্থীতা করেছিলেন।
এদিকে তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের ত্রিলোচনপুরে সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করে নজরুল ইসলাম ঋতু নামের একজন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাড়াশের তাদের মধ্যে বিজয়ী হওয়ার আত্ম বিশ্বাস অটুট রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর