সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোরগ প্রতিকের প্রার্থী মোঃ আব্দুল আজিজ। তিনি পেয়েছেন ১২১৫ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল মার্কা পেয়েছেন ৮৩৫ ভোট। টিউবওয়েল মার্কা পেয়েছে ২২১ ভোট। বিজয়ী মেম্বর ২ নং ওয়ার্ডের গরিবের বন্ধু, সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি এলাকার সাধারণ জনগনের মাঝে সব সময় যোগাযোগ ও গবীর অসহায় মানুষের পাশে গিয়ে সহযোগীতা করতেন। এলাকার মানুষে যে দাবী ছিলো একজন ভাল, সৎ ইউপি সদস্য চাই। তাই সাধারণ মানুষ মোঃ আব্দুল আজিজকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী করেছেন। মোঃ আব্দুল আজিজ জানান, আমার এ বিজয় ২নং ওয়ার্ডের সম্মানীত ভোটার ভাই-বোনদের। তারা আমাকে যে আস্থা, ভালোবাসা আর তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নিরঙ্কুষ বিজয় করেছেন, আমি যেন তাদের পাশে থেকে সেবা করতে পারি। তাই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি ২ নং ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ।
#চলনবিলের আলো / আপন