শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

ই-পেপার

“আটোয়ারীতে ৫টি ইউনিয়নের নির্বাচন ”  চেয়ারম্যান পদে ৩টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। ২৮ নভেম্বর (রবিবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। রিটানিং অফিসার ও উপজেলা নির্বচন অফিসার মোঃ সহিদুল আলম জানান, উপজেলা সদর রাধানগর ইউনিয়নে শুধু ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকী ইউনিয়নগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়। তিনি বলেন, ৫টি ইউনিয়নে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেছেন। ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃক্সখলা বাহিনীর ছিল শক্ত অবস্থানে। রাধানগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ বলেন, ইভিএম-এর কারণে ভোটাররা বিরম্বনার শিকার হচ্ছে। নির্বাচন অফিসের প্রদানকৃত তথ্যমতে, তৃতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১নং মির্জাপুর ইউনিয়নের মোঃ আব্দুস সামাদ আজাদ ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন । তিনি ভোট পেয়েছেন ৫,৯৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে মোঃ ওমর আলী ভোট পেয়েছেন ৪,৮৯৬। ২নং তোড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতিক নিয়ে মোহাম্মদ শাহ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত মোঃ ফজলুল করিম নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৩,৯০৬। ৩নং আলোয়াখোয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে মোঃ মোজাক্কারুল আলম(কচি) ৭,৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম ভোট পেয়েছেন ৬,৬৫১। ৪নং রাধানগর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে মোঃ আবু জাহেদ ৭,৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ রশিদুল ইসলাম ভোট পেয়েছেন ৭,১০৩। ৬নং ধামোর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে মোঃ আবু তাহের(দুলাল) ৫,৯২৭ ভেট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজি নজরুল ইসলাম ভোট পেয়েছেন ৫,৪২৩ । এছাড়াও ৫ইউনিয়নে ৪৫জন সাধারণ সদস্য,১৫জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য ভোট যুদ্ধে অংশগ্রহন করে নির্বাচিত হয়েছেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর