কক্সবাজার রামু উপজেলা রশিদনগর ইউনিয়নের সাবেক সফল ও নবনির্বাচিত চেয়ারম্যান এমডি শাহ আলম অসামাজিক কাজ নির্মূলের ঘোষণা দিয়েছে। এলাকায় বিভিন্ন ধরনের মাদক কারবার,জুয়া,আইন বিরোধী অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য রশিদনগর ইউনিয়ন বাসিকে অনুরোধ করেছেন। তিনি উক্ত ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে,আইন ও ধর্মের ধারাবাহিক নিয়ম অনুযায়ী চলার জন্য এলাকাবাসীর প্রতি সবিনয় অনুরোধ করেন । শুধু অনুরোধ নয়,পাশাপাশি অনৈতিক কাজে জড়িত থাকলে বা নিয়ম ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেবে বলে ঘোষণা দেন। চেয়ারম্যান এই মহতী উদ্যোগের জন্য এলাকাবাসীর খুব বেশি সমর্থন পেয়েছে ,পাশাপাশি এই মহাপরিকল্পনা কে বাস্তবে রূপ দিতে চেয়ারম্যানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সাধারণ জনগণ,তাহার ঘোষণাকৃত বক্তব্য হুবহু নিম্নে তুলে ধরা হলোঃ
প্রিয় রশিদ নগর বাসি আসলামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আযানের ৫ মিনিট আগে থেকে সকল বাজার ও পাড়ার দোকানে টিভি ও সাউন্ড সিস্টেম পবিত্র নামাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে, স্মার্ট মোবাইলে লুডু খেলা(ছক্কা), কেরাম খেলা, ফ্লাস ও তাস খেলা, দোকানে অযথা আড্ডা দেওয়া, টিভি ও খেলার মাঠে ক্রিকেট ও ফুটবল খেলায় বাজি-ধরা সহ সকল প্রকারের জুয়া খেলা, মদ- গাজা, ইয়াবা সহ সকল প্রকারের নেশা দ্রব্য সেবন ও ক্রয় বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন ধরণের খারাপ ও উষ্কানিমূলক লেখালেখি এবং অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
বি.দ্র. যারা উক্ত অপরাধে অভিযুক্ত হবেন তাদেরকে কঠোরভাবে দমন করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।
#চলনবিলের আলো / আপন