রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

ই-পেপার

উৎসব মূখর পরিবেশে চৌহালীতে  ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে  সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়ন  পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে । বৃহুস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৷ উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বর প্রার্থীরা উৎসবের আমেজে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেন ৷ প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে মটরসাইকেল, অটোভ্যান, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির শোভাযাত্রা সহকারে উপজেলার তিন রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে জমায়েত হন ৷
উপজেলার ৭টি ইউনিয়নের ইউপি নির্বাচনে ৩ জন রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা ও রিটার্নিং অফিসার এমএ আরিফ সরকার, বিআরডিবি ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদের নিকট প্রার্থীগণ মনোনয়ন পত্র জমা দেন ৷
বাংলাদেশ আওয়ামী লীগের ( নৌকা প্রতীক) দলীয়  মনোনয়ন  পত্র জমা দিয়েছেন ৭ জন, বিদ্রোহী ও সতন্ত্র  চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী তাদের  মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
যাচাই বাছাই ২৯ নভেম্বর প্রত্যহার ৬ ডিসেম্বর প্রতীক ৭ ডিসেম্বর ও ভোট গ্রহন অনুষ্ঠিত হবে   ২৬ ডিসেম্বর ২০২১।
খাষপুকুরিয়া ইউপিতে আ.লীগ মনোনীত ১, বিদ্রোহী ৩, সতন্ত্র ১ , মেম্বর পদে ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ১০, পুরুষ ৩৬ জন ৷
বাঘুটিয়া ইউপিতে  আওয়ামী লীগের ১, বিদ্রোহী ৩, মেম্বর পদে সংরক্ষিত মহিলা ১২, পুরুষ ৩৮ জন ৷
খাষকাউলিয়া ইউনিয়নে আ.লীগ দলীয় ১, বিদ্রোহী ১ ও সতন্ত্র ১, মেম্বর পদে সংরক্ষিত মহিলা ০৯, পুরুষ ৩৮জন ৷
উমারপুর ইউনিয়নে আ.লীগ  মনোনীত ১, বিদ্রোহী ৩ ও সতন্ত্র ১, মেম্বর পদে সংরক্ষিত মহিলা ১২, পুরুষ ৩৩জন ৷
ঘোরজান ইউনিয়নে আ.লীগ মনোনীত ১ , বিদ্রোহী ৩, মেম্বর পদে সংরক্ষিত মহিলা ১৩, পুরুষ ৩৩জন ৷
সদিয়াচাঁদপুর ইউপিতে  আ.লীগের ১, সতন্ত্র ৪, মেম্বর পদে সংরক্ষিত মহিলা ১১, পুরুষ ৩৮জন
ও স্থলচর ইউনিয়নে আ.লীগ মনোনীত  ১, সতন্ত্র ৩, ও মেম্বর পদে সংরক্ষিত মহিলা ১৪, পুরুষ ৩০ জন  চেয়ারম্যান ও মেম্বর পদে  মনোনয়ন ফরম  জমা দিলেন। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর