রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে  চেয়ারম্যান পদে ৩০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়ন  পরিষদের নির্বাচন। অনুষ্ঠিত হবে   ২৬ ডিসেম্বর ২০২১।
আসন্ন ইউনিয়ন পরিষদের   নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান  পদে প্রার্থী হিসেবে  বাংলাদেশ আওয়ামী লীগের ( নৌকা প্রতীক) দলীয়  মনোনয়ন  পত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।  উপজেলায়  আওয়ামী লীগের বিদ্রোহী ও সতন্ত্র  চেয়ারম্যান পদে ২৩ জন,সংরক্ষিত ৮১ জন ও সাধারণ প্রার্থী ২৪৪ জন। এ উপজেলায় তিনটি পদে ৩৫৫ জন প্রার্থী তাদের সমর্থ ও ভক্তদের নিয়ে  উজ্জীবিত  হয়ে   উৎসব মুখর পরিবেশে   মনোনয়ন ফরম জম দিয়েছেন।
খাষপুকুরিয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনিত ১, বিদ্রোহী ৩, সতন্ত্র ১ জন, বাঘুটিয়া ইউপিতে  আওয়ামী লীগের ১, বিদ্রোহী ৩ জন, খাষকাউলিয়া ইউনিয়নে  দলীয় ১, বিদ্রোহী ১ জন,সতন্ত্র ১ জন, উমারপুর ইউনিয়নে  দলীয় ১, বিদ্রোহী ৩, সতন্ত্র ১ জন,  ঘোরজান ইউনিয়নে  দলের ১ , বিদ্রোহী ৩,জন, সদিয়াাদপুর ইউপিতে  আওয়ামী লীগের ১, সতন্ত্র ৪ জন ও স্থল ইউনিয়নে  দলীয় ১, সতন্ত্র ৩জন  চেয়ারম্যান পদে  মনোনয়ন ফরম  জমা দিলেন। সংরক্ষিত ৮১, সাধারণ ২৪৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেন।
গতকাল বৃহস্পতিবার  (২৫ নভেম্বর ) চৌহালী উপজেলার ৭টি  ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ ও  বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী,সমর্থক সহ সাধারণে এলাকার জনসাধারণের একাংশ উপস্থিত থেকে  মনোনয়ন ফরম জমা দিয়েছেন উৎসব মুখর পরিবেশে সকল পদপ্রার্থীরা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর