সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

আত্রাইয়ে মাইকিং করে প্রচার-প্রচারণা, উচ্চশব্দে বিপর্যস্ত জনজীবন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৪:৫২ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্চ শব্দে মাইকের মাধ্যমে চালানো হয় প্রচার-প্রচারণা। উপজেলায় প্রতিদিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে মাইকিং করার যন্ত্রণায় অতিষ্ট আত্রাইবাসি।

ইজিবাইকে দুইটি মাইক বেঁধে, আবার কখনো ভ্যানে করে উচ্চশব্দে দিনরাত চলে বিভিন্ন ধরনের প্রচারণা। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকের প্রচারণা, রয়েছে নতুনদোকান স্থাপনের প্রচারণা, নতুন ধানের জাত, শাক-সবজির বীজ, ঢাকাগামী পরিবহনের স্পেশাল সার্ভিস, বিশাল গরু-মহিষ জবাই, বিভিন্ন ব্যাটারি ক্রয়-বিক্রয়, মোটরসাইকেলের অফার, বিভিন্ন অফারের সিম বিক্রি, হোটেলের নতুন নতুন খাবার, কম মূল্যে লাইট বিক্রিসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা।

চিকিৎসকের মতে, মানুষের জন্য শ্রবণের সহনীয় মাত্রা ৪০-৫৫ ডেসিবেল। তবে এই মাত্রা যদি ৭০ ডেসিবেলের অধিক হয় তাহলে তা শ্রবণ ক্ষমতার জন্য ক্ষতিকর।

 

এ প্রসঙ্গে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. জাকারিয়া হোসেন বলেন, ‘উপজেলায় প্রায় প্রতিদিন যে মাইকিং করা হয়, এসকল মাইকিংয়ের শব্দের মাত্রা মানুষের সহনীয় ক্ষমতার চেয়ে অনেক বেশি। এই অসহনীয় শব্দ বিশেষ করে শিশুদের জন্য খুব বেশি ক্ষতিকর। এভাবে উচ্চ শব্দে মাইকিং চলতে থাকলে, পর্যাক্রমে উপজেলার স্বাস্থ্য ঝুঁকি দিনদিন বৃদ্ধি পাবে। এক পর্যায়ে শ্রবণ সমস্যাসহ হতে পারে বিভিন্ন ধরনের রোগ।’

এদিকে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব স্থানে মাইকিং বন্ধ রাখার নিয়ম রয়েছে, তাও মানছে না কেউ। সরকারের বিধিমালা গেজেট আকারে বিভিন্ন জায়গায় সহনীয় ডেসিবেল এর মাধ্যমে মাইকিংয়ে প্রচার প্রচারণার কথা বলা থাকলেও তারা কোন কিছুই না মেনে দিনরাত একইভাবে চলাই মাইকিং।

 

উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও জনসাধারণের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা জানান, আত্রাইয়ে মাইকিংয়ের প্রচার-প্রচারণা অনেক বেশি। মাইকিংয়ের উচ্চ আওয়াজের কারণে ক্লাসে পাঠদানে সমস্যা হয়। মাইকের শব্দে মুঠোফোনে ঠিকমতো কথাও বলা যায় না। নিয়মনীতি না মেনে মাইকিংয়ের এমন উচ্চ শব্দের প্রতিকার চেয়েছেন সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইকতেখারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাধারণ জনগণের সমস্যা করে কোন প্রচার প্রচারণার চালানো যাবে না। যারা নিয়ম না মেনে মাইকিং করে প্রচার প্রচারণার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর