আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উল্লাপাড়ায় নির্বাচনী প্রচার প্রচারণা বসে নেই প্রার্থীরা।জয়লাভ করতে সারাক্ষণ চলছে গনসংযোগ।
এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৪ ঘটিকায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণ সংযোগ ও উঠান বৈঠক করেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির লিটন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে,একযোগে কাজ করার প্রত্যেয় ও মতবিনিময় ও উঠান বৈঠক করেছে অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণ।
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুনরায় দলীয় প্রার্থী মনোনীত হওয়ায়,স্থানীয় ভোটার ও স্থানীয় আওয়ামীলীগ আবারো জয়ী হওয়ার লক্ষে কাজ করতে প্রস্তুত।
এজন্য নিজ ঘর গোচাচ্ছে তৃণমূল আওয়ামীলীগ। বিগত দিনের সবকিছু ভুলে,মাঠে নেমেছে দলের সকল নেতা-কর্মীরা ।
উক্ত গণ সংযোগ ও উঠান বৈঠক উপস্থিত থেকে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান পান্না, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি সিরাজগঞ্জ জেলা পরিষদের সন্মানিত সদস্য ও বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রতিনিধি জনাব হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব আল মাহমুদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মজনু মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহী বজলার রহমান বাপ্পি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফরিদুল ইসলাম মোয়াজ্জেম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ,গ্রাম কমিটি,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ তৃণমূল আওয়ামীলীগের সকল নেতা-কর্মীরা।
উক্ত উঠান বৈঠকে বর্তমান চেয়ারম্যান ও দলীয় প্রার্থী মোঃ হুমায়ুন কবির লিটন পুনরায় দলের প্রার্থিতা পাওয়ায় সকলের নিকট দোয়া চেয়ে আগামী ২৮ নভেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
উক্ত গণ সংযোগ ও উঠান বৈঠকে যোগদান করার জন্য সৈয়দপুর বাজার থেকে খাদুলী মধ্যপাড়া বাজার পর্যন্ত এক বিশাল মিছিল নিয়ে যায় নৌকা প্রার্থীর সমর্থকেরা।