আলমডাঙ্গা বেলগাছী ইউপি-নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন শ্রী সমীর কুমার দে। নৌকার বৈঠা হাতে নিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছেন তিনি।
আসন্ন বেলগাছী স্থানীয় সরকার নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও বাড়ছে। আলমডাঙ্গা উপজেলা বেলগাছী প্রতিদিন কোথাও না কোথাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন নৌকার প্রার্থীরা ও কর্মীগণ । এ নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্রপ্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
“আজ,(৭-নভেম্বর ) শনিবার বিকেল ৪ টার সময় বেলগাছী কর্মী সমাবেশ অনুষ্ঠীত হয়েছে।সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে নৌকা কে জয়যুক্ত ও বিজয়ী করার উদ্দেশ্য কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে ছুটছেন নৌকার প্রার্থী ও কর্মীরা।
সমাবেশে শ্রী সমীর কুমার দে বলেন,
আওয়ামীলীগের ওপর আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিজানুর রহমান মিঠু’র উপস্থাপনায়,
প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার অধিকারী,
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাজী রবিউল হক,
বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আনোয়ার হোসেন,মিঠুন প্রমুখ, এবং আওয়ামিলীগের কর্মীগণ।
বক্তব্য শ্রী সমীর কুমার দে বলেন,
আমি আপনাদের দোয়া চাই,
ভালোবাসা চাই। আর নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।
তিনি আরও বলেন, ‘এই নৌকা বিপদে মানুষকে রক্ষা করে, নৌকায় ভোট দিয়েই তো ’৭০ সালে জনগণ আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল। আর সে জন্যই আজ আমরা স্বাধীনতা পেয়েছি।’
প্রধান অতিথী বক্তব্য প্রশান্ত কুমার অধিকারী বলেন,
আওয়ামী লীগ উন্নয়ন করতে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন দেশের কোনো উন্নয়ন হয়নি। বিরোধীদলীয় নামধারী নেতাকর্মীরা আওয়ামীলীগ কে নিয়ে ‘কু’ ধ্বনি এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে কাজী রবিউল হক বিরোধীদলীয় নেতাকর্মী ও প্রার্থীদের উদ্দেশ্য বলেন,
এই নৌকা সভানেত্রী শেখ হাসিনার নৌকা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি ছেলুন এমপির নৌকা আওয়ামিলীগের নৌকা এই নৌকা কে নিয়ে কেউ খারাপ মতভেদ হানাহানি বিশৃঙ্খলা সৃষ্টি করলে অবশ্যই তার বিরুদ্ধে বিচার ও শাস্তি ব্যবস্থা নিবে দলটির সভানেত্রী।
শ্রী সমীর কুমার দে আরো বলেন,
যারা আওয়ামিলীগ দল করেন আওয়ামিলীগ কে ভালোবাসেন তারা সবাই নৌকা মার্কায় ভোট দিন নৌকা মার্কাকে জয়যুক্ত করুন।
সমাবেশে নেতা-কর্মী ও এলাকাবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।