পাবনার আটঘরিয়া পৌর শাখ আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সন্ধায় দেবোত্তর বাজারে রুনা হোটেলে পাশে পৌর শাখা আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, দেবোত্তর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান মজনু, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোত্তাফিজুর রহমান মুরাদ প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে আটঘরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারন সম্পাদক আশরাফ ইসলাম আশরাফ, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল মান্নানসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা।