অমিত হাসান হৃদয় ঢাকা জেলা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন প্রজ্ঞার পরিচয়। চীন ভারত সীমানা নিয়ে টানা পোড়নে বাংলাদেশকে কাছে পেতে উদগ্রীব দুইদেশ।চীন ভারত সংঘর্ষ এর দুই দিনের মধ্যে চীন ঘোষণা দিয়েছে ৫ হাজারের বেশি পন্যের ৯৭% শতাংশ শুল্ক ছাড়ের, যা বাংলাদেশের জন্য এক বিশাল প্রাপ্তি। অন্যদিকে ভারত বাংলাদেশের সাথে চলমান বিশ্বস্ত সম্পর্ক বজায় রাখতে আরো উদগ্রীব হয়ে উঠেছে। কিছুতেই ভারত চাইবেনা চীনের সাথে গভীর সম্পর্ক হয়ে যাক বাংলাদেশের।
সেই নীতি বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই দেশের সাথেই নিজ দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে চালাচ্ছেন পররাষ্ট্রনীতি। যা সবাইকে অবাক করে কুড়াচ্ছে যথেষ্ট প্রশংসা। এমন প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার পরিচয় বঙ্গবন্ধুর পর এইদেশে আর কেউ দিতে পারেনি। তাই চীন ভারতের সম্পর্কের প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবানই হবে।