রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

ইসলামপুরে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১,সদস্য পদে ২৬৫জনের মনোনয়নপত্র দাখিল

ইয়ামিন মিয়া, জামালপুর:
আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:২৮ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত ইউপি সদস্য পদে ৭৫ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ১৯০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত মনোনয়ন দখিলের শেষ দিন হিসেবে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার হোসনে আরা।

নির্বাচন কর্মকর্তা হোসনে আরা জানান, উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. শাহজাহান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হানিফ উদ্দিন (স্বতন্ত্র), মমতাজুর রহমান (জাপা), জয়নাল আবেদীন (স্বতন্ত্র), হাবিবুর রহমান চৌধুরী শাহীন (আওয়ামী লীগ) এবং সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন।

পলবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে হারুনুর রশিদ মুকুল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মাছউদুর রহমান (স্বতন্ত্র), মজিবুর রহমান জোদ্দার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান কমল (স্বতন্ত্র), শাহাদত হোসেন ডিহিদার (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন।

গাইবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বাহাদুর আলম (স্বতন্ত্র), আব্দুর রাজ্জাক সরদার (স্বতন্ত্র), রাশেদুল ইসলাম ,অফসার আলী সরদার (স্বতন্ত্র),মাকছুদুর রহমান আনসারী ( আওয়ামী লীগ)। সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন।

গোয়ালের চর ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুর রহিম (স্বতন্ত্র), রবিউল ইসলাম লালু, তোতা মিয়া,সেখ হারুনুর রশিদ (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন।

চরপুটিমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে শাজাহান মৌল্লা (জাপা ),আব্দুল আলিম (স্বতন্ত্র),মৌজ উদ-দোল্লা সাদা,শাজাহান মিয়া,আব্দুস সুবহান,বেলায়েত হোসেন,সামসুজ্জামান সুরুজ (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন

চর গোয়ালিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে রেজাউক করিম (স্বতন্ত্র), লিয়াকত হোসাইন, মুকুল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আলিনুর মৌল্লা(স্বতন্ত্র),শহিদুল্লাহ (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ নভেম্বর প্রার্থীতার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোট গ্রহণ হবে ২৮ শে নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর