আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনায় তৃতীয় ধাপে চাটমোহর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ নভেম্বর, মঙ্গলবার।
শেষদিনে ১১ ইউপি চেয়ারম্যান পদে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে ১১ ইউপিতে সাধারণ সদস্য ৪০৫ ও সংরক্ষিত নারী সদস্য ১৩০ জন মনোনয়নপত্র জমা করেছেন। প্রকাশ থাকে যে, নৌকা প্রতীকে ১১, ইসলামীক আন্দলন (হাত পাখা) ২, গণতন্ত্রী পার্টি (কবুতর) ১ ও সতন্ত্র প্রার্থী ৩০ জন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন হবে। সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
বিস্তারিত তথ্য:-
১. হান্ডিয়াল ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৪ জন।
নৌকা পতিক ১ জন।
সতন্ত্র প্রার্থী ৩ জন।
সংরক্ষিত মহিলা ১৪ জন।
সাধারন সদস্য পুরুষ ৪৯ জন।
২. ছাইকোলা ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৪ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ৩ জন।
সংরক্ষিত মহিলা ১২ জন।
সাধারন সদস্য পুরুষ ৪১জন।
৩. নিমাইচড়া ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৩ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ২ জন।
সংরক্ষিত মহিলা ১৭ জন।
সাধারন সদস্য পুরুষ ৩৮ জন।
৪. গুনাইগাছা ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৪ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ৩ জন।
সংরক্ষিত মহিলা ১১ জন।
সাধারন সদস্য পুরুষ ২৯ জন।
৫. হরিপুর ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৩ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ২ জন।
সংরক্ষিত মহিলা ১০ জন।
সাধারন সদস্য পুরুষ ৩৬ জন।
৬. ডিবিগ্রাম ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৭ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ৬ জন।
সংরক্ষিত মহিলা ৯ জন।
সাধারন সদস্য পুরুষ ৩৫ জন।
৭. মূলগ্রাম ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৫ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ২ জন।
ইসলামীক আন্দলন (হাত পাখা) ১ জন।
গণতন্ত্রী পার্টি (কবুতর) ১ জন।
সংরক্ষিত মহিলা ১১ জন।
সাধারন সদস্য পুরুষ ৪৫ জন।
৮. পার্শ্বডাঙ্গা ইউপি-
চেয়ারম্যান পদে মোট ২ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ১।
সংরক্ষিত মহিলা ৮ জন।
সাধারন সদস্য পুরুষ ৩৪ জন।
৯. ফৈলজানা ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৪ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ২জন।
ইসলামিক আন্দলন ১।
সংরক্ষিত মহিলা ৯ জন।
সাধারন সদস্য পুরুষ ৩২ জন।
১০. মথুরাপুর ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৩ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ২ জন।
সংরক্ষিত মহিলা ১২ জন।
সাধারন সদস্য পুরুষ ৩২ জন।
১১. বিলচলন ইউপি-
চেয়ারম্যান পদে মোট ৫ জন।
নৌকা ১ জন।
সতন্ত্র প্রার্থী ৩ জন।
ইসলামীক আন্দলন (হাত পাখা) ১ জন।
সংরক্ষিত মহিলা ১৭ জন।
সাধারন সদস্য পুরুষ ৩৪ জন।