সিরাজগঞ্জের উল্লাপাড়া উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে শনিবার সকাল ১০টায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উল্লেখ্য ৩০ অক্টোবর ২০২১ থেকে ৫ নভেম্বর ২০২১ সময়কালীন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় থেকে ছিটকে পড়া শিশুদের জন্য মেবেন্ডাজল ৫০০ মিঃগ্রাঃ সেবন করাতে শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এই সপ্তাহের কাজ বাস্তবায়িত হবে। শিক্ষার্থী ও পথশিশু, কর্মজীবি শিশু ও ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এই সপ্তাহ চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
শিশুদের মেবেনডাজল ৫০০ মিঃগ্রাঃ সেবন করানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, কৃমি নাশক ওষুধটি নিরাপদ এবং এটি শিশুর মানসিক বুদ্ধির সহায়ক হিসাবে কাজ করে।
জাতীয় ক্রিমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার প্রমুখ।