রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে লেডিস ক্লাবের সভাপতিকে বিদায় সংবর্ধনা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সদ্য বদলীজনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান-এর সহধর্মীনি ও উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাহানাজ জামান সোমা’কে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন লেডিস ক্লাব। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরামের সঞ্চালনায় নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি সদ্য বিদায়ী ইউএনও’র সহ ধর্মীনি শাহানাজ জামান সোমা। আরো স্মৃতিচারণ সহ অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ মহল রেখা, দক্ষিণ সুখ্যাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম আনু, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলালের সহ-ধর্মীনি নার্গিস আক্তার প্রমুখ। বিদায়ী সভাপতি সোমা তার বক্তব্যে বলেন, আটোয়ারী উপজেলায় আমার স্বামীর প্রায় দেড় বছর কর্মকালীন সময়ে আপনাদের সানিধ্যে থেকে লেডিস ক্লাবে নেতৃত্ব দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ক্লাবের সকর কর্মকান্ডে আপনাদের সহযোগিতা আমার মনে থাকবে। বিদায়ী সভাপতি তার পরিবারের জন্য দোয়া কামনা সহ লেডিস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন । আলোচনা শেষে লেডিস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত বিদায়ী সভাপতির হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর