পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর স্পোটিং ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা পরিষদ মাঠে মুজিব শতবর্ষী নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারে ভাগুঙ্গা শেখ রাসেল ক্রীড়া একাডেমিক ৫-৪ গোলে ফরিদপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব অর্জন করেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যার ও দেবোত্তর ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি মোঃ তানভীর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান। উক্ত সেমিফাইনাল খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবোত্তর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম হেলাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মনি (ক্যাপ্টেন), সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোর্শদ আলম খান।
খেলায় সভাপতিত্ব করেন দেবোত্তর স্পোটিং ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সার্বিক পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক আ: মালেক ও দেবোত্তর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি তুষার আহমেদ, সহকারি রেফারি দায়িত্বে আরিফুল ইসলাম ও আলামিন হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে পরে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। আগামি শুকবার একই সময়ে উপজেচলা পরিষদ মাঠে দেবোত্তর স্পোটিং ক্লাব বনাম দুবলিয়া ফুটবল একাদশের মধ্যে ২য় সেমফিাইনাল খেলা অনুষ্ঠিত হবে।