খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি মনোনীত হয়েছেন রফিকুলআলমকামাল।আগামী ২নভেম্বর অনুষ্ঠিতব্যসপ্তম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৭অক্টোবর)রাতে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।সাবেকছাত্রলীগ নেতা রফিকুলআলম কামাল বর্তমানে রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোয়ন নিশ্চিত হওয়ার পর রফিকুলআলম কামাল জানান,তিনি অত্যন্ত খুশি।তার পরিশ্রম এবং কর্মের ওর ভরসা রেখে পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,মনোয়ন বোর্ডের সদস্য, স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবাইকে আহবান জানান।নির্বাচিত হলে রামগড় পৌরসভাকে জনবান্ধব এবং আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। নির্বাচন কমিশনের(ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরমনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৬৩ ও মহিলা ১০ হাজার ৪৮৪ জন।
#চলনবিলের আলো / আপন