ঝালকাঠি ডিবিতে ওসি হিসেবে যোগদান করেন আশরাফুল আলম। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বদলিজনিত কারনে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ওসি আশরাফুল আলম ঝালকাঠিতে যোগদানের পূর্বে খুলনা মেট্রোতে কর্মরত ছিলেন। এসময় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও মানুষের সেবা জন্য কাজ করে যাব।
উল্লেখ্য, আশরাফুল আলম সাবইন্সপেক্টর হিসেবে ১৯৯০ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানায় কালিনগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি মৃত এস এ কালাম ও মোসাঃ হালিমা খানমের পুত্র।
#চলনবিলের আলো / আপন