শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

ই-পেপার

শহিদুল ইসলাম রতন আটঘরিয়া পৌরসভার মনোনয়ন পেলে নৌকার জয় সহজ হবে

মাসুদ রানা, আটঘরিয়া ঃ
আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনকে নৌকার কান্ডারি করা হলে সহজ জয় পাওয়া যাবে বলে মনে করেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে বিভিন্ন মহলে শহিদুল ইসলাম রতন ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। তিনি এলাকার জনসাধারণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আটঘরিয়া পৌরসভায় শহিদুল ইসলাম রতনের অপরিসীম অবদান রয়েছে। সবমিলিয়ে আওয়ামী লীগ থেকে শহিদুল ইসলাম রতনকে মনোনয়ন দেওয়া হলে নৌকা সহজ জয় পাবে। এমনটাই জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, শহিদুল ইসলাম রতনের বাবা মরহুম ফনি মিয়া একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। এক সময়ে তিনি আওয়ামীলীগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উপজেলা একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার বলেন, শহিদুল ইসলাম রতন সাহেবের ব্যাপক জনপ্রিয়তা আছে। তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। উনাকে মনোনয়ন দেওয়া হলে অবশ্যই জয়ী হতে পারবেন। তিনি আবার পৌর মেয়র হলে তার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড গুলোকে সফলভাবে এগিয়ে নিতে পারবেন।

আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার বলেন, আটঘরিয়া পৌরসভার প্রত্যেকটা মানুষের সঙ্গে রতন ভাইয়ের ভাল সম্পর্ক রয়েছে। তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। তিনিই একমাত্র যোগ্য প্রার্থী। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সবাই চায় রতন ভাই মনোনয়ন পান। তাঁকে মনোনয়ন দেওয়া হলে নৌকার জয় নিশ্চিত।

যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু বলেন, নেতা হিসেবে রতন ভাই সবচেয়ে যোগ্য। উনার দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা সবই ভাল। উনার মানুষের সেবা করার মন মানসিকতা রয়েছে। উনার বাবারও অনেক অবদান রয়েছে এ আটঘরিয়ার মানুষের জন্য।

আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল বলেন, এলাকার মানুষের যেকোনো বিপদে আপদে পাশে দাঁড়ান রতন ভাই। রতন ভাই, সামাজিক, সাংস্কৃতিক যেকোনো আয়োজনে তিনি সহযোগিতা করেন। তিনি সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। ফলে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তাই রতন ভাই এগিয়ে আছেন।

জানতে চাইলে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। এক সময়ে আটঘরিয়া উপজেলার উন্নয়নে জন্য আমার বাবা অপরিসীম ভূমিকা রেখেছেন। আমিও দীর্ঘদিন ধরে এলাকায় নানা উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি মনে করি, আমাকে মনোনয়ন দেওয়া হলে এবং আমি নির্বাচিত হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে আটঘরিয়া পৌরসভাকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর