দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোয়ন পেলেন রাজিহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ও রতœপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার।
এদিকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বুধবার সকালে বিশাল শো-ডাউন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গৈলা ইউনিয়নে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত।
দলীয় মনোনয়নের প্রার্থী নির্বাচনের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায় আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত ব্যক্তিগত সচিব মো. খায়রুল বাশার।
মো. খায়রুল বাশার জানান, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ বর্তমান পাঁচ চেয়ারম্যানদের নাম দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকার জন্য শুপারিশ করবেন।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর ঢাকাস্থ বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন প্রদানের জন্য পাঁচটি ইউনিয়নে প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহন করেন। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান- উপজেলার পাঁচটি ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের, দুই দফায় মোট ৬৯জন নেতা আবেদন করেছিলেন। এরমধ্যে রাজিহার ইউনিয়নে ১৩ জন, বাকাল ইউনিয়নে ১২জন, বাগধা ইউনিয়নে ১২জন, গৈলা ইউনিয়নে ২০জন ও রতœপুর ইউনিয়নে ১২ জন ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।