রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

ই-পেপার

প্রাকৃতিক সৌন্দর্য কাশবন পুড়িয়ে দেওয়ার ঘটনায় বইছে সমালোচনার ঝড়

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৭:১২ অপরাহ্ণ

সিলেটের সৌন্দর্যপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল গোলাপগঞ্জের প্রাকৃতিক কাশবন। সৌন্দর্যপ্রেমীদের পদচারনায় দিনভর মুখরিত থাকতো গোলাপগঞ্জের কাশবন। প্রতিদিন শতশত মানুষ দূরদূরান্ত থেকে কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলেন। তবে সৌন্দর্যপ্রেমীদের আকর্ষণীয় প্রাকৃতিক কাশবন এক রাতেই হারিয়ে গেল প্রাকৃতি থেকে। অজ্ঞাত ব্যক্তিদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সিলেটের গোলাপগঞ্জের প্রাকৃতিক কাঁশবন। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন দেখতে পেয়ে বেশ কিছুসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। আগুনে জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানাগেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে এই কাশবনটির অবস্থান।
স্থানীয়রা জানান, সৌন্দর্য উপভোগ করিতে প্রতিদিনই সৌন্দর্যপ্রেমীরা আসতেন কাশবনে।    শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসেন।
অপরদিকে কাশবনে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে এটাই প্রাকৃতিক নিয়ম। আল্লাহর দান এ সৌন্দর্য জ্বালিয়ে দেওয়া চরম অন্যায়। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রকৃতি ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর