“আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল প্রমুখ।
বক্তারা জাতীয় কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শিশুদের অধিকার, চাহিদা, তাদের প্রতি সহনশীল আচরন, শারীরিক ও মানসিক বিকাশে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন।