১. ” চিকিৎসানীতির জ্ঞান লাভে অবহেলা চিকিৎসকের পক্ষে অতি ভয়ানক অপরাধ “
২. ” জীব যখন সঙ্কটাপন্ন তখন জ্ঞানহীনতা বা অজ্ঞতা মহা অপরাধ বা পাপ “
৩. ” আমার পদ্ধতি অনুসরণ করিতে চেষ্টা করো, কিন্তু অন্ধ অনুসরণ করো না। সাফল্যটুকু গ্রহন করবে এবং বিফলতা নির্ভীক চিত্তে প্রকাশ করে দাও “
৪. ” অভিজ্ঞতায় যদি দেখ আমার পদ্ধতিই শ্রেষ্ঠ, তবে মানব কল্যাণে ব্যবহার করো, আর যা কিছু গৌরব ঈশ্বরকেই দাও “
৫. ” হোমিওপ্যাথিক চিকিৎসা আধ্যাত্মিক প্রকৃতির। চিকিৎসক অত্যন্ত নির্মল ও পবিত্র না হইলে তাহার মধ্য দিয়ে ঈশ্বরের করুণা রোগীর দেহ মধ্যে সঞ্চারিত হইতে পারে না “
৬. ” চিকিৎসকের মহৎ এবং একমাত্র আদর্শ হইতেছে অসুস্থ ব্যক্তিকে তাহার পূর্বের সুস্থ অবস্থায় ফিরাইয়া আনা এবং ইহাকেই প্রকৃত আরোগ্য বলা হয় “
৭. ” যখন আমরা স্বার্থ চিন্তা মুক্ত থাকি, ঠিক তখনই আমাদের শ্রেষ্ঠতম কাজ সমাধা হয় “
৮. ” আমি যখন কোনও কিছু আমার জ্ঞাত বিষয় অপেক্ষা ভালো পাই, তখনই আমি তাহা গ্রহন করি “
৯. ” বুদ্ধিমান ব্যক্তি প্রথমত স্বীয় কল্যাণ সাধন করিয়া থাকে, যাহাতে সে পরে অপরের কল্যাণার্থে নিজেকে অধিকতর উপযুক্ত ভাবে নিযুক্ত করিতে পারে “
১০. ” তুমি আরও দৃঢ় হও। বরং অর্থকষ্ট ভোগ কর ( সম্ভবত তাহা হইবে না), তবুও নিজের সম্মানকে বিন্দুমাত্র খাটো করিও না কিম্বা যে শাস্ত্রে তুমি অধিকত করিয়াছ, তাহারও হানি করিও না “
১১. ” তোমার সময় সূচী সযত্নে প্রস্তুত কর। প্রতিটি ঘণ্টাই নষ্ট যাইবে, যদি না আমরা ঐ সময়ে নিজের বা অপরের কল্যাণের জন্য ব্যয় না করি। এটি এরূপ দুষ্পূরণীয় ক্ষতি যে, সূক্ষ্ম বিবেক কখনই আমাদিগকে ক্ষমা করিবেনা “
১২. ” আমি যখন ঈশ্বরের সৃষ্টি সম্পর্কে চিন্তা করি তখন তাহাকে ধন্যবাদ দিয়া এবং প্রশংসা না করিয়া থাকিতে পারি না “
১৩. ” এই (হোমিওপ্যাথিক) শাস্ত্রের প্রতি বিশ্বস্ত থাকিও, পরিবর্তন ঘটাইওনা “
১৪. ” এমন কোন রোগের চিন্তা করা যায় না, যাহা হোমিওপ্যাথির চেয়ে ভালো চিকিৎসা করা যায “
ডা. জেমস্ টাইলার কেন্ট এর বানী
১. ” যে চিকিৎসক নীতি ভঙ্গ করেন, তিনি তার বিবেককেও লঙ্ঘন করেন এবং রোগীর মৃত্যু অপেক্ষা তাঁর মৃত্যু অধিকতর শোচনীয় “
২. ” হোমিওপ্যাথিকে বাঁচান তবে হোমিওপ্যাথি আপনাকে বাঁচাবে “
৩. ” আমাদের পেশাতে শেখার শেষ নেই; রোগী আমাদের প্রয়োজন এবং তাদের থেকে আমরা শিখতে পারব “
৪. ” চিকিৎসককে হোমিওপ্যাথির মূলসূত্রগুলি অবশ্যই অধ্যয়ন করতে হবে যতক্ষণ না তিনি জানতে পারেন অসুস্থতার প্রকৃতি কি যা আরোগ্য সহায়ক ঔষধ নির্বাচনে সাহায্য করে “
৫. ” চিকিৎসককে অবশ্যই মেটিরিয়া মেডিকা অধ্যয়ন করতে হবে যতক্ষণ না তিনি উপলব্ধি করতে পারেন যে আরোগ্যের দাবি মেটাতে কতটা জানা প্রয়োজন “
৬. ” চিকিৎসককে অবশ্যই রেপার্টরী অধ্যয়ন করতে হবে যতক্ষণ না তিনি বুঝতে পারেন যে কিভাবে এটা ব্যবহার করা হয়, যাতে তিনি প্রয়োজনে যা খুঁজছেন তা খুঁজে পান।
#চলনবিলের আলো / আপন