ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে সাজ্জাদ হোসেন (জিহাদ) (১৮মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর ) বিকালে বাড়ির পাশের পুকুর হতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।মৃত সাজ্জাদ হোসেন( জিহাদ ) ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর (বারঘড়িয়) গ্রামের পাওয়ার ট্রিলার চালক দুলাল হোসেনের ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সাজ্জাদ হোসেন (জিহাদ)কে বসার পিড়ায় রশি বেঁধে দিয়ে দোলনা বানিয়ে বসিয়ে দিলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে।দোলনায় দোল খেতে খেতে একসময় পিড়া সহ ডোবার পানিতে পড়ে যায় জিহাদ। পরে শিশুটির মা তাকে খুজে না পেয়ে ডোবার পানিতে পিড়া দেখতে পেয়ে খোজাখুজির এক পর্যায়ে লাশ উদ্ধার করেন । ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রাজিয়া সুলতানা। রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক ই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
#চলনবিলের আলো / আপন