টাঙ্গাইলের গোপালপুরের পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দর গ্রামের বাসিন্দা শহর গোপালপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন, বাড়িতে ১২ সেপ্টেম্বর রবিবার দুপুরে এর দুই কক্ষ বিশিষ্ট বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোঃ শরিফ উদ্দিন জানায় বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়, বাড়িতে নগদ সাত লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ অলংকার বসতবাড়ির আসবাবপত্র পুড়ে যায়।
নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ধারণা করা যাচ্ছে।ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, সঙ্গে আরো উপস্থিত ছিলেন পৌর কর্তৃপক্ষ পৌর কর্মকর্তারা।