শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

ই-পেপার

ডোমারে স্কুলের নৈশ্যপ্রহরির অবহেলায় ভয়াবহ চুরি

হিমেল চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ

নীলফামারীর ডোমার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদস্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্যপ্রহরি অবহেলায় রাতের আঁধারে ভয়াবহ চুরির ঘটনার খবর পাওয়া যায়। ১০ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে অফিসরুমের তালার হুক ভেঙ্গে অফিস থেকে সিসি ক্যামেরার একটি ৩২” এলইডি মনিটর, একটি ডেস্কটপের মনিটর, একটি সিসি ক্যামেরা, ইন্টারনেট সংযোগের রাউডার সহ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়।
 এবিষয়ে প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বাবু বলেন, আমার স্কুলে নৈশ্যপ্রহরি আছে তাকে রাতের স্কুলে নিরাপত্তার দায়িত্ব পালন করতে বলা হলেও সে আমার কথায় গুরুত্ব না দেওয়ায় চুরির হয় বলে তিনি মনে করেন । বিষয়টি আমি স্কুলের ম্যানেজিং কমিটি ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে আইনি ও মামলা করার পরামর্শ দেন।
চুরির বিষয়ে নৈশ্যপ্রহরি রুবেল ইসলামের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন সারাদিন পরিশ্রম করার পর  রাতের বেলা দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয় বলে সাফকথা জানিয়ে দেন।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন বলেন, ঘটনার বিষয়ে শুনেছি সরকারি একটি প্রতিষ্ঠানে নৈশ্যপ্রহরি থাকা স্বত্ত্বেও এধরনের চুরির ঘটনা মেনে নেয়া সম্ভব নয় এবং তার গাফিলতি আছে বলেই এরকম ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দ্বায়িত্বরত সহকারি শিক্ষা অফিসার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর