সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মোহাম্মাদ আলী(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বুধবার (৮ সেপ্টেস্মর) সকাল সাড়ে এগারোটায় বাগধা গ্রামের স্বরস্বতী শাখা নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
শিশু মোহাম্মাদ আলী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, শিশু মোহাম্মাদ নানার বাড়ি থাকা অবস্থায় অন্যান্য শিশুদের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুজি করে প্রায় দেড় ঘন্টা পর মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার হয়।
সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম ঘটনাটি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
#চলনবিলের আলো / আপন