নাটোরের বড়াইগ্রামে জাকিয়া খাতুন (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মৌখাড়া পুর্বপাড়া এলাকায় কিশোরীর নানা বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।
কিশোরী গুরুদাসপুর উপজেলার নাজিরপুরি গ্রামের জাবেদ আলীর কন্যা ও মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, কিশোরীর তিন মাসের বয়সের সময় মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। কিছুদিন পরে কিশোরীকে নানা আব্দুল মজিদের (৫০) কাছে রেখে মা অন্যত্র বিয়ে করে। সেখানে বিয়ের পর দুই সন্তান রেখে সে মারা যায়।
তিন সন্তান নানা-নানী লালন পালন করে। বুধবার রাতে ছোট বোনকে ঘুম পাড়িয়ে ঘরের তীরের সাথে ওরণা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জাকিয়া খাতুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর প্রয়োজনীন ব্যবস্থা গ্রহন করা হবে।