ফিফা র্যাঙ্কিংয়ের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মালদ্বীপে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে ১৩ তম সাফের আসর। আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। আসরের উদ্বোধনের দিন ঠিক থাকলেও পাল্টে গেছে সাফের ফাইনালের দিন।
নতুন সূচিতে প্রতি ম্যাচের আগে বাড়তি একদিন করে বিশ্রামের সুযোগ পাবেন জামাল ভূঁইয়ারা। রাউন্ড রবিন পদ্ধতিতে আগের সূচি অনুযায়ী আসরের প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। পরের ম্যাচ ভারতের বিপক্ষে।
ম্যাচটি হওয়ার কথা ছিল ৩ সেপ্টেম্বর, পরিবর্তিত সূচিতে খেলাটি হবে পরদিন অর্থাৎ, ৪ সেপ্টেম্বর। বাংলাদেশের তৃতীয় ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর। তুর্থ ম্যাচ খেলার আগে ছয় দিনের লম্বা বিশ্রাম পাবেন জামালরা। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচ-
১ অক্টোবর শ্রীলঙ্কা (রাত দশটা)
৪ অক্টোবর ভারত (বিকেল পাঁচটা)
৭ অক্টোবর মালদ্বীপ (রাত দশটা)
১৩ অক্টোবর নেপাল (বিকেল পাঁচটা)