শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১, ২:২১ অপরাহ্ণ

চাটমোহরে অজ্ঞাত নামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন স্থানীয় পুলিশ। শনিবার দুপুরের দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌড় নগরের গুমানি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পাবনার চাটমোহরে একদিনের ব্যবধানে আরও একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর এস এম নূরুজ্জামান জানান, নিমাইচড়ার গৌড়নগর বায়তুল ইব্রাহিম নতুন জামে মসজিদ সংলগ্ন গুমানী নদী ঘাটে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

এখন পর্যন্ত নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটি আনুমানিক ১৮ বছর বয়সী যুবকের বলে ধারণ করছে পুলিশ ও স্থানীয় জনতা। ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠনো হয়েছে। উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার দুপুরে চাটমোহরের হান্ডিয়াল দরাপপুর ভাঙ্গা ব্রিজের কাছে ভাসমান এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর