চাটমোহর মথুরাপুর উত্তর পাড়া সাহজাহান আলীর ১১ শতাংশ ভিটার মেহগনি গাছ রবিবার গভীর রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মোঃ সাহজাহান আলী জানান, আমি বিভিন্ন লোক জনকে আমের চারা, লিচুর চারা, মেহগনি চারা লাগিয়ে বাগান করে দিতাম।
তাদের বাগান এখন ভালো বাগানে পরিনত হয়েছে। আমি কয়েক বছর আগে ১১শতাংশ জমি ক্রয় করে বাগান বানাই। এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। এর আগে আমের কলমের চারা রোপন করি। সেটাও কেবা কারা ভেঙ্গে ফেলে। এর আগে বাঁশের চারা রোপন করি সেটাও ভেঙ্গে ফেলে।
জমির মালিক সাহজাহান আরো বলেন, আমি গত শনিবার ৩১ জুলাই আমার ওই জমিতে মেহগনি চারা রোপন করি, শুক্রবারে গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানের আমার মেহগনি ১২ টি চারা গাছ কেটে ও ভেঙ্গে ফেলে। স্থানীয় একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।