১৭ জুলাই (শনিবার) সকাল নয়টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সাতটিকরি এলাকায় গরু বোঝাই ট্রাকের চাপায় নায়েব আলী (২৭) নামের এক বাইসাইকেল আরোহি রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত নায়েব আলী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, শনিবার সকাল নয়টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সাতটিকরি এলাকায় গরু বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে একটি বাইসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক রাজমিস্ত্রি নায়েব আলী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করে এবং নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।