চাটমোহর পৌর সদরে মির্জা মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা’র মালিকানাধীন অভিজাত হোটেল ‘ডায়মন্ড ফুড কর্ণার’র রান্ধনশালায় ১৬ জুলাই শুক্রবার রাতে পৌনে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে টিনসেড রান্না ঘরে পুরোপুরি ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রান্নাঘরে থাকা বেশকিছু গ্যাস সিলিন্ডার সরিয়ে নিতে সক্ষম হলেও ভয়াবহ আগুনের নেভাতে কেউ ভিড়তে পারেনি।
এ সময় ঘটনাস্থলের আশপাশের কাপড়ের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার আশংকায় ব্যবসায়ীদের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করে। পাশের বৈদ্যুতিক খুঁটিতে একাধিক টান্সফর্মার থাকায় খবর পেয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ বিদ্যুৎ সার্টডাউন করে। অপরদিকে সংবাদ পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হন।
চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মইনুর রহমান জানান, বৈদ্যুতিক শক্ সার্কিট থেকে এই আগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত হতে পারে, এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা।