বরিশালের আগৈলঝাড়ায় টিভির রিমোটকন্ট্রোল নিয়ে ভাইর সাথে ঝগড়া করে ছোট বোনের বিষ পান। মুমূর্ষ অবস্থায় বিষ পান করা স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের থানেশ্বরকাঠী গ্রামের সুকদেব বাড়ৈর মেয়ে ও রতœপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অর্পনা বাড়ৈ (১৩) মঙ্গলবার রাতে টিভি দেখার রিমোট কন্ট্রোল নিয়ে তার ভাই শান্তনু বাড়ৈর সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।
অর্পনা বাড়ৈর পিতা জানান, টিভি দেখা নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হলে অর্পনা অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।