করোনায় মারা গেলেন আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক রক্ষক নুরুল হক মল্লিক।
করোনায়া আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
ডা. বখতিয়ার আল মামুন জানান, বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক নুরুল হক মল্লিক (৫৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে। তার গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
তার স্ত্রী সালমা আহম্মেদ জানান, গত ১০ জুলাই অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নুরুল হক মল্লিকের করোনা শনাক্ত হয়। তারপর থেকে তিনি উপজেলা সদরের বাসায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত ঘোষণা করেন।
ডা. বখতিয়ার আল মামুন জানান, নমুনা পরীক্ষায় নুরুল হক মল্লিকের করোনা শনাক্তর পরে তিনি বাসায় আইসোলশনে ছিলেন। মঙ্গলবার থেকে তিনি গুরুতর অসুস্থ হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু তার পরিবার হাসপাতালে না নিয়ে তাকে বাসায় চিকিৎসা দিচ্ছিল। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।