খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে তাহমিনা আক্তার(০৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল ১৩জুলাই (মঙ্গলবার)সন্ধ্যা ৬টায় রামগড় ইউনিয়ন পরিষদের দক্ষিণ লামকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী তাহমিনা আক্তার রামগড় ১নং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের দক্ষিণ লামকুপাড়া গ্রামের আবু তাহের সওদাগরের ছোট কন্যা।সে দক্ষিণ লামকুপাড়া চাঁদপুরী নুরানি ফোরকানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়,রাস্তার পাশের লেবু গাছ থেকে লেবু সংগ্রহ করতে গেলে তাকে সাপে কামড় দেয়।বাড়িতে এসে সে বিষয়টি কাউকে জানায়নি।হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু নথিভুক্ত করা হয়েছে।