২৮ বছর পর ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক শিরোপা নিল আর্জেন্টিনা। ডি’মারিয়ার একমাত্র গোলে ব্রাজিল’কে হারিয়ে শেষ হাসি হাসলো আর্জেন্টিনা।
কোপা আমেরিকার ফাইনালে একমাত্র গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেল ডি’মারিয়া, টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন মিলিয়ানো মার্টিনেজ, টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মেসি, সোনার বুটের পুরস্কার জেতেন মেসি, ম্যাচের সর্বোচ্চ গোলদাতার সম্মান মেসি, পুরো টুর্নামেন্টে মেসি ৪টি গোল করেছেন এবং পাশাপাশি অনেক গোল করিয়েছেন।
সাউথ আমেরিকান চাম্পিয়নশীপ ও কোপা আমেরিকা মিলিয়ে মোট ১৫ বার জয় পেল আর্জেন্টিনা। কোপা জয়ের রেকর্ড আপাতত দুই দলের দখলে উরুগুয়ে ও আর্জেন্টিনা। সবথেকে বেশি ২৯ বার ফাইনালে ওঠা ও ৩৬ বার প্রথম চারের শেষ করায় কোপার ইতিহাসে সবথেকে সফল দলে পরিণত হলো আর্জেন্টিনা।
#চলনবিলের আলো / আপন