চাটমোহরের হান্ডিয়ালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকলেছুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে হান্ডিয়াল বাজরে তার নিজ দোকানের সার্টার খুলতে এ ঘটনা ঘটে। মোকলেছুর হান্ডিয়াল খারপুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল হক জানিয়েছেন, সকাল সাড়ে ৭টায় মোকলেছুর তার নিজ কম্পিউটার ও ফটোট্যান্ট দোকান খোলার জন্য যায়। এ সময় দোকানের সার্টার খুলতেই বৈদ্যুতিক তার ছিরে শর্ট সার্কিটে তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোকলেছুর রহমান হান্ডিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র। এ নিউজ লেখার আগ পর্যন্ত তাকে দাফনের ব্যবস্থা চলছে।