বলা হচ্ছে কাতার বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে কী, জনপ্রিয়তা কী কমেছে একটুও? বরং বাড়ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জনপ্রিয়তার শীর্ষে ক্রিশ্চিয়ানো। এখান থেকে আয়ও করেন তিনি। যা আকাশচুম্বী। তার এক পোস্ট থেকেই আসে ১৩ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে রোনালদোর থেকে কিছুটা পিছিয়ে রয়েছে লিওনেল মেসি। সাত নম্বরে থাকলেও তার প্রতিটি পোস্ট থেকে আয় ৯ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার টাকা।
সেরা ২০ জনের মধ্যে ১৬ নম্বরে রয়েছেন নেইমার। ইনস্টা পোস্ট থেকে এই ব্রাজিলীয় তারকার আয় ৭ কোটি ২ লাখ ২১ হাজার টাকা।
ক্রিকেটারদের মধ্যে একজনই আছেন এই তালিকায়। তিনি ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ১৯ নম্বরে থাকলেও বাংলাদেশি মুদ্রায় তার প্রতি পোস্ট থেকে আয় ৫ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকা।
#চলনবিলের আলো / আপন