আজ বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় ট্রাকের চাপায় মোঃ আশরাফুল ইসলাম (৩৮) নামের এক ভ্যান চালক মারা গেছেন। জানা যায় মোঃ আশরাফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের একজন বাসিন্দা।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আশরাফুল ইসলাম ভ্যান চালিয়ে ওই মহাসড়ক দিয়ে নলকার দিকে যাচ্ছিলেন এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু।
ঘাতক ট্রাকটি ভ্যানটিকে চাপাদিয়েই পালিয়ে যায়। ফলে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
#চলনবিলের আলো / আপন