সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে ২ জন ভ্যান চালক নিহত হয়েছে । উপজেলার বড়পাঙ্গাসী ও বাঙ্গালা ইউনিয়নের পৃথক দু’টি স্থানে বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া থেকে যাত্রী নিয়ে বড় পাঙ্গাসী যাওয়ার পথে শ্রীপাঙ্গাসী কাশেম বিলের সড়ক সেতুর পাশে বজ্রপাতে ভ্যান চালক আব্দুল আলীম (৩৮) বজ্রপাতে গুরুতর আহত হয়। অপরদিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রাম থেকে ভ্যান নিয়ে গয়হাট্রা বাজারে যাওয়ার পথে বজ্রপাতে ভ্যান চালক সেলিম রেজা (৩২) বজ্রপাতের স্বীকার হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসি তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের দু জনকেই মৃত্যু ঘোষনা করেন।
আব্দুল আলিম উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া মধ্য পাড়া গ্রামের মৃত লালচাঁদ প্রামানিকের ছেলে এবং সেলিম রেজা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিম এর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে আহত হওয়া দু’ব্যক্তি হাসপাতালে পৌছার আগেই রাস্তায় তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। পরে নিহতের স্বজনেরা লাশ নিয়ে বাড়ি জান।
#চলনবিলের আলো / আপন