সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী (৫৬) ও তার পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় এসময় তার স্ত্রীর শ্লীলতাহানিও করা হয়েছে মর্মে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লায় মঙ্গলবার (১ জুন) দুপুরের দিকে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। বর্তমানে মোহাম্মদ আলী আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ আলীর বাড়ির পাশের একটি জমিতে বাশের চার দিয়ে বেড়া দিয়ে রেখেছিলেন জমির মালিকেরা। কিন্তু তারা এসে দেখে সেটি পড়ে আছে। তখন মোহাম্মদ আলীর ছেলে নাজমুল হাসানকে দোষারোপ করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন হামলাকারীরা। এমতাবস্থায় মোহাম্মদ আলী তাদের এই গালাগালির প্রতিবাদ করলে স্থানীয় হাজী জামাল উদ্দিন ও তার ছেলে মো. লিটন (৩৫), মো. মতিন (৩০), মো. মোতালেব (২৭) মিলে তাকে লোহার রড, বাটাম সহ দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলীর বাড়ির সামনেই তার উপরে হামলা চালায়। এসময় তার ছেলে নাজমুল হোসান এগিয়ে আসলে তাকেও একইভাবে মারধর করতে থাকে হামলাকারীরা। এমতাবস্থায় মোহাম্মদ আলীর স্ত্রী ফরিদা পারভীন ও মেয়ে মরিয়ম পারভীন সাথী এগিয়ে আসলে তাদেরও একইভাবে মারধর করেন অভিযুক্তরা। এসময় তার স্ত্রী মোছাঃ ফরিদা পারভীনকে তারা শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, আমি উল্লাপাড়ার একটি গ্রাম থেকে এসে এখানে পরে বাড়ি করেছি। তারা এর আগেও আমাকে নানান সময়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার বাড়ির চারপাশে বেড়া দিয়ে চলাচলে বাধা দিয়েছে। মূলত আমাকে এখান থেকে উচ্ছেদ করার লক্ষ্যেই এগুলো করা হচ্ছে ও এই হামলা করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন