রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে জিআর-ভিজিএফ বিতরণে সিংরইল ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী পন্থা ; ছবি তুলে টাকা বিতরণ

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদে দ্বিতীয়বার বিপুল ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম বিগত ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিংরইল ইউনিয়নে ৫০০জন অতিদরিদ্র মানুষের জন্য ৫০০ টাকা হারে দুই লাখ ৫০ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচীর আওতায় ৫২৭৯জন উপকারভোগীর মাঝে ৪৫০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করার জন্য অনুদান প্রদান করেন। তিনি ঈদের পূর্বে ৯টি ওয়ার্ডের ট্যাগ অফিসারদের সাথে নিয়ে ৯টি মোবাইল ফোনে প্রত্যেক উপকারভোগীর ছবি উঠিয়ে প্রত্যেকের হাতে নগদ টাকা হস্তান্তর করেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আমি চেয়ারম্যান হওয়ার পর বিগত ১০ বছরে এত সুন্দরভাবে জিআর-ভিজিএফ বিতরণ করতে পারি নাই। চলতি বিতরণে আমি শতভাগ খুশী ও আনন্দিত। আমি সিংরইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সহ আমার পরিষদের সকল সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানাই। তিনি আরও জানান, ভবিষ্যতে সকল সরকারি অনুদান প্রাপ্তদের ছবি উঠিয়ে ইউনিয়ন পরিষদে সংরক্ষন করা হবে। এতে করে অনেক দূর্নীতি ও পারিবারিক করন প্রথা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ এই ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করায় সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং নান্দাইল উপজেলার বাকী ইউনিয়নের চেয়ারম্যানগণ এই পদ্ধতি গ্রহন করবেন বলে আশা পোষন করেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর