সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে ডোবায় পড়ে নতুন পাড়া সলঙ্গার মোস্তফার ছেলে নোমান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে আজ সোমবার (১০ মে) দুপুরে। সলঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর আশরাফুল ইসলাম ছানোয়ার জানান, বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলার সময় সবার অজান্তে উক্ত (ডোবা) জলাশয়ের পানিতে পড়ে ডুবে যায় নোমান। দুপুরের দিকে ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। অপরদিকে বেলা ৩ টায় নলকা ইউপির এরান্দহ গ্রামের কামরুলের পুত্র জিহাদ (৫) বোয়ালিয়া বিল (নতুন ব্রীজ) সংলঘ্ন খালের পানিতে পড়ে মৃত্যু হয়।ঘটনাটি নিশ্চিত করেন, ৬ নং ওয়ার্ডের মেম্বর শাহ আলম। লাশ ২ টির কোন অভিযোগ না থাকায় সন্ধ্যায় জানাযা শেষে স্ব স্ব গ্রামের করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।
#আপন_ইসলাম