সিরাজগঞ্জের সলঙ্গায় আঞ্চলিক পাকা রাস্তায় গরু বোঝাই নসিমন গাড়ি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে,আজ শনিবার (৮ মে) সন্ধ্যা ৬ টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ঞপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর মালেক মেম্বরের বাড়ির দক্ষিনে। নিহত ব্যক্তি উল্লাপাড়ার বাঙালা ইউপির প্রতাপ গ্রামের ওসমান আর অপর জন মহেষপুর গ্রামের অজ্ঞাত। ঘটনাটি নিশ্চিত করে রামকৃঞপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল মালেক জানান,ঘটনার সময়ে চান্দাইকোনা হতে গরু বোঝাই নসিমন নিয়ে প্রতাপ যাবার পথে উল্লেখিত রাস্তায় কাটা ধানের কান্দির সাথে লেগে উল্টে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
#আপন_ইসলাম