গোলাম কিবরিয়া উজ্জল, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া মধ্য শেখ পাড়ায় তিনটি বাড়ী পুরে একে বারে শেষ হয়ে গেছে। জানাযায়, ২৭ এপ্রিল মঙ্গলবার আনুমানিক বিকাল ৩.৩০ মিনিটে অগ্নি কান্ডের সুত্র পাত ঘটে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবার হচ্ছে, উক্ত গ্রামের মৃতঃ তোরাপ আলী মোল্লার ছেলে হোসেন আলী মোল্লা, হোসেন আলীর ছেলে জরিপ আলী মোল্লা ও আলহাজ আবু সামা মোল্লার ছেলে মোহাম্মাদ আলী মোল্লা।
নিউজ লেখা পর্যন্ত আগুনের সুত্রপাত সঠিক ভাবে জানা যায়নি। তবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটে এ আগুন প্রথমে হোসেন আলী বাড়ীতে আগুন লাগে। পরে তোরাপ আলী ও মোহাম্মাদ আলীর বাড়ীতে আগুন লেগে পুড়েযায়।
গ্রামের লোকজন শত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি তিনটি পরিবারের সকল আসবার পত্র, সোনার গহনা, টিভি,ফ্রীজ, ধান, চাউল, নগদ টাকা, কাপড় সহ বিভিন্ন কিছু পুরে ছাই হয়ে যায়। এঘটনায় তিনটি পরিবারের আনুমানিক প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।