দিনাজপুরের নবাবগঞ্জে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় আগ্রসর হওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতারণ করা হয়েছে । সোমবার(২৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ৯টি ইউনিয়নের ৯০জন গ্রাম পুলিশ সদস্যের কাছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাইসাইকেলের চাবি তুলেদেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ পারুল বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন ।