বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশ-নওগাঁ রাস্তার বেহাল দশা; ৭ কোটি টাকার মেরামত কাজ, ৭ বছর ধরে বন্ধ

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১২:২৯ অপরাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৭ কোটি টাকার মেরামত কাজ ৭ বছর বন্ধ থাকার কারণে দীর্ঘ দিন ধরে এলজিইডির সিরাজগঞ্জের তাড়াশ-নওগাঁ ১২ কি:মি: পাকা রাস্তার বেহাল দশা হয়ে আছে।

গত ৭ বছরে ৭ কোটি টাকা ব্যয়ের ঐ রাস্তার ৭ ভাগ মেরামত কাজও করা হয়নি। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে জনদূর্ভোগ ব্যাপকভাবে চরমে পৌছাচে। এ কারণে ঐ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ব্যাপক অঘটন। কিন্তু এ গুলো দেখার কেউ নেই। ২০১৫ সালে রাস্তাটির মেরামতের জন্য ঠিকাদারী কাজ পেয়েছেন ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন এলজিইডির সাবেক একজন মহাবড় কর্তা।

এ কারণে এলজিইডির তাড়াশ,সিরাজগঞ্জ,পাবনা,বগুড়া ও রাজশাহী অফিসের লোকজন তাকে কিছু বলে সাহস পাচ্ছেন না। এমনকি তারা রাস্তাটির মেরামতের কাজের বিষয়ে সাংবাদিকদেরও কোন তথ্য দিচ্ছেন না। আর এ কারণেই ঐ রাস্তা মেরামত কাজের এমন বেলাল দশা হয়ে আছে ৭ বছর ধরে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষে কামনা করেছেন এলাকাবাসি। বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর